পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে রাজ কুন্দ্রার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে।
শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে এবার উঠলো নতুন অভিযোগ। এই পর্নো কাণ্ডে গ্রেফতারি আটকাতে নাকি রাজ মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখাকে ২৫ লাখ রুপি ঘুষ দিয়েছিলেন। তদন্তে নামার পর গোয়েন্দাদের হাতে উঠে এসেছে এমনই তথ্য।
ইতিমধ্যে তদন্তে নেমে মোট ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছে মুম্বাই পুলিশ। এই অ্যাকাউন্টগুলোতে মোট সাড়ে ৭ কোটি রুপি জমা ছিলো। এই অ্যাকাউন্টগুলোর সূত্র ধরেই মধ্যপ্রদেশের বাসিন্দা যশ ঠাকুর নামে এক ব্যক্তির সন্ধান পায় পুলিশ। যার অ্যাকাউন্টে তিন কোটি টাকা পাঠানো হয়েছিল। তবে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই যশ এখন রয়েছেন সিঙ্গাপুরে।
সম্প্রতি রাজ কুন্দ্রার বাড়িতে মুম্বাই পুলিশ অভিযান চালালে তার বাড়ি থেকে উদ্ধার হয় ৭০টি পর্নো ভিডিও। শুধু তাই নয়, পুলিশের হাতে আসে একটি সার্ভারও।
রাজ কুন্দ্রার এই কাণ্ডে কাজ হারাতে বসেছেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘সুপার ড্যান্সার’র চতুর্থ মৌসুমে বিচারকের দায়িত্ব পালন করছিলেন শিল্পা। আর সেখান থেকেই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনুষ্ঠানটির প্রযোজনা সংস্থা।