সাবেক তারকা দম্পতি সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম খান।
আর সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির দুই সন্তান তৈমুর আলি খান ও জেহ।
বুধবার (২১ জুলাই) ছিলো পবিত্র ঈদুল আজহা। আর বিশেষ এই দিনটি চার সন্তানকে নিয়ে কাটালেন সাইফ আলি খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সারা আলি খান। যেখানে দেখা যাচ্ছে, ছোট ভাই জেহ কে কোলে নিয়ে সোফায় বসে আছেন তিনি। সাইফের কোলে তৈমুর এবং নিচে বসে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন ইব্রাহিম খান।
তবে প্রতিবারের মতো এবারও নিজের দ্বিতীয় ছেলের মুখটি দেখাননি সাইফ-কারিনা। সারার শেয়ার করা ছবিটিতে জেহর মুখটি স্টিকার দিয়ে ঢাকা ছিলো।
ছবিটির ক্যাপশনে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সারা আলি খান লিখেছেন, ঈদ মোবারক। আল্লাহ সকলকে শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচকতা দান করুন। ইনশাআল্লাহ আমাদের সবার জন্য আরও ভালো সময়ের আশা করছি। সকলে সুস্থ থাকুন।”