সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন। যখনই সুযোগ পান ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন বলিউডের এই অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন ভিকি কৌশল। যেখানে দেখা যাচ্ছে, শুটিংয়ের ফাঁকে নিজের ভ্যানিটি ভ্যানে বসে সোফি টাক্কার-এর গাওয়া বিখ্যাত র্যাপ গান ‘পার্পল হ্যাট’-এ ঠোঁট মেলাচ্ছেন তিনি।
র্যাপটি করার সময় নিজের পরনে থাকা গোলাপি রঙের হুডিটি মাথায় দিতে দেখা গেছে এই অভিনেতাকে।
ভিডিওটির ক্যাপশনে ভিকি জানান, এটি তার কাছে কিউট লেগেছে। কিন্তু তিনি যে এটি পড়ে ডিলিট করে দেবেন সেটি শত ভাগ নিশ্চিত।
অভিনেতাকে ভিকিকে র্যাপ করতে দেখে অনেকেই তার প্রশংসা করেছেন। যার মধ্যে ছিলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনও।
হৃতিক রোশন ভিকির ভিডিওটির নিচে মন্তব্য করে লিখেছেন, ‘ভিডিওটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার।’
হৃতিকের থেকে এমন কমেন্ট পেয়ে জবাবে ভিকি লিখেছেন, “আপনার ভালো লেগেছে? ব্যাস! আমি শেষ। মরে টরে না যাই।”
এক এক করে নিজের নানা গুনের পরিচয় দিয়ে যাচ্ছেন ভিকি কৌশল। শুধু অভিনয় ও র্যাপ নয়, দারুণ আঁকতেও পারেন এই অভিনেতা।
কিছুদিন আগে নিজের আঁকা একটি গণেশের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি।