ইংল্যান্ডের রাস্তায় বিরাট-আনুশকার পোজ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 17:58:15

টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী আনুশকা শর্মা ও মেয়ে ভামিকা।


খেলার ফাঁকে স্ত্রী ও সন্তানের সঙ্গে যতোটা পারছেন সময় কাটাচ্ছেন বিরাট। শনিবার (১৭ জুলাই) স্ত্রীকে নিয়ে ইংল্যান্ডের রাস্তায় ঘুরতে বেড়িয়েছিলেন বিরাট। সেই ঘোরাঘুরির কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন আনুশকা শর্মা। যার বেশিরভাগই ছিলো ক্যান্ডিড ফটো।


আনুশকার শেয়ার করা ছবিগুলোতে তার পরনে জলপাই রঙের সোয়েটার, জিন্স আর স্নিকার্স এবং বিরাটকে দেখা গেছে ক্যাজুয়াল পোশাকে।


ছবিগুলোর ক্যাপশনে স্বামী বিরাট কোহলিকে ‘ভক্ত’ উল্লেখ করে আনুশকা শর্মা লিখেছেন, ‘একটু সুযোগ পেয়ে রাস্তায় হাঁটছিলাম। চুলে হাত দিয়ে চুল ঠিক করছিলাম। হাঁটতে হাঁটতে নানারকম কথা ভাবছিলাম। হঠাৎ করেই সামনে এসে পড়ল এক অনুরাগী (বিরাট)। আমাদের সামনে পেয়ে ছবি তুলতে চাইল! আমিও ফ্যানের ক্যামেরার সামনে পোজ দিয়ে ফেললাম। ফ্যানদের জন্য সব কিছু করতে পারি!’


বিরাট-আনুশকার এই মজাদার ছবি ক্যামেরাবন্দি করেছেন মেকআপ ও প্রস্থেটিক আর্টিস্ট ক্লোভার ওটোন।

ভামিকার সঙ্গে বিরাট কোহলি ও আনুশকা শর্মা

কয়েকদিন আগেই লন্ডনের একটি পার্কে মেয়ে ভামিকাকে নিয়ে সময় কাটিয়েছেন বিরাট ও আনুশকা দম্পতি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে আনুশকা জানিয়েছিলেন, তাদের কন্যা ভামিকা ৬ মাসে পা দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর