অনলাইনে কোনো জিনিস কেনার সময় আমরা যেমন সেই পণ্যের রিভিউ দেখে তারপর সেটি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি। ঠিক একইভাবে একটি ছবির ক্ষেত্রেও তার ভালো রিভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেননা এই রিভিউ পাড়ে একটি ছবিকে সফলতা ও ব্যর্থতা দুটিই দিতে। আর সেই রিভিউ যদি দিয়ে থাকেন স্বয়ং বলিউড কিং শাহরুখ খান তাহলে তো কথাই নেই।
সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা ফারহান আখতার অভিনীত ‘তুফান’ ছবিটি। তারই রিভিউ দিয়েছেন শাহরুখ খান।
Wish my friends @FarOutAkhtar @RakeyshOmMehra the best for their labour of love. I had the privilege to see it a few days back. Extremely fine performances by @SirPareshRawal (wow!) @mohanagashe @mrunal0801 @hussainthelal My review: we shld all try & make more films like Toofaan
— Shah Rukh Khan (@iamsrk) July 16, 2021
বলিউড বাদশা শাহরুখ খান তার টুইটার অ্যাকাউন্টে ফারহানের ‘তুফান’-এর রিভিউ দিয়ে লিখেছেন, “আমার বন্ধু ফারহান ও রাকেশ ওম প্রকাশ মেহরাকে তাদের ভালোবাসার পরিশ্রমের জন্য শুভকামনা। পরেশ রাওয়াল স্যার অসাধারণ। ম্রুণাল ঠাকুর দারুণ অভিনয় করেছেন। কয়েকদিন আগে ছবিটির দেখার সুযোগ হয়েছিলো আর আমার রিভিউ হলো- ‘আমাদের প্রত্যেকের উচিত ‘তুফান’র মতো ছবি তৈরি করা।”
গুণ্ডা থেকে বক্সার হন আজিজ আলি (ফারহান আখতার)। বক্সিং রিংয়ে একের পর এক টুর্নামেন্ট জিতে রাতারাতি সেলিব্রিটি বনে যান তিনি। হঠাৎই ঘটে গেলো এমন ঘটনা যার ফলে ৫ বছরের জন্য বক্সিং থেকে নিষিদ্ধ হলেন আজিজ। তারপর ফের বক্সিং রিংয়ে ফেরার সুযোগ পায় আজিজ। আবার কি পুরনো ছন্দে ফিরতে পারবেন তিনি? এভাবেই এগিয়ে যেতে থাকে ‘তুফান’ ছবির গল্প।