হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেনঅভিনেত্রী সুরেখা সিকরি। বলিউডের বর্ষীয়ান এই তারকা মৃত্যুতে বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন। তবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা শোক প্রকাশের পাশাপাশি প্রয়াত এই তারকার একটি আক্ষেপের কথা জানিয়েছেন।
আয়ুষ্মান খুরানা তার পোস্টে লিখেছেন, “প্রতিটি ছবিতে আমাদের একটি পরিবার থাকে এবং আমরা আমাদের নিজস্ব পরিবারের থেকেও সেই ফিল্ম পরিবারের সঙ্গে বেশি সময় ব্যয় করি। এমনই একটি সুন্দর পরিবার ছিলো ‘বাধাই হো’তে। আমার সমস্ত চলচ্চিত্রের মধ্যে এটি ছিলো নিখুঁত অভিনেতার সঙ্গে নিখুঁত পরিবার। সুরেকা সিকরি ছিলেন আমাদের সেই পরিবারের প্রধান। তিনি পুরো পরিবারের কাছে গাছের চেয়ে বেশি প্রগতিশীল ছিলেন। আপনারা কি জানেন, বাস্তব জীবনেও এমন ছিলেন তিনি। ছিলেন আন্তরিক এবং মনের দিক থেকে একদম তরুণ।”
সুরেখা সিকরির আক্ষেপের কথা জানিয়ে আয়ুষ্মান খুরানা আরও লিখেছেন, “আমার মনে আছে যখন তিনি যখন আমাদের চলচ্চিত্রের স্ক্রিনিংয়ের পরে অটোরিকশায় উঠছিলেন তখন তাহিরা (আয়ুষ্মান খুরানার স্ত্রী) এবং আমি তাকে বাসায় ফিরিয়ে দিয়েছিলাম এবং আমরা সেসময় বলেছিলাম ‘ম্যাম আপনি আমাদের চলচ্চিত্রের আসল তারকা’ এবং তিনি জবাব দিয়েছিলেন ‘যদি আরও কাজ পেতাম।’ তার এই উত্তর তাহিরা এবং আমাকে নির্বাক করে দিয়েছিলো। আর এটাই তার আমার শেষ স্মৃতি।”
গত বছরের সেপ্টেম্বরে জুস পান করতে গিয়ে ব্রেইন স্ট্রোক করেছিলেন সুরেখা সিকরি। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীকে। ছিলেন আইসিইউতে।
পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও বেশিরভাগ সময়ই অসুস্থ ছিলেন প্রয়াত এই অভিনেত্রী।
১৯৪৫ সালে উত্তরপ্রদেশে জন্ম সুরেখা সিকরির। ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্রী সুরেখা। কিন্তু কখনও সিনেমার নায়িকা হতে চাননি। চেয়েছিলেন শুধু অভিনেত্রী হয়ে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে। তাই করেছেন ‘কিসসা কুর্সি কা’, ‘তামস’, ‘সমীর ল্যাংড়ে পে মত রো’, ‘সর্দারি বেগম’, ‘মাম্মো’, ‘জুবেইদা’ থেকে ‘বাধাই হো’র মতো সিনেমায়।
টেলিভিশনেও চুটিয়ে অভিনয় করেছেন ‘সাঞ্ঝা চুলাহ’, ‘সিআইডি’, ‘বালিকা বধূ’, ‘সাত ফেরে’র মতো একাধিক ধারাবাহিকে।
সুরখাকে সর্বশেষ দেখা গিয়েছিল জোয়া আখতার পরিচালিত নেটফ্লিক্সের অ্যান্থলজি ‘ঘোস্ট স্টোরিজ’-এ। লকডাউনে সরকার যখন ৬৫-এর উপরের অভিনেতাদের কাজ করার কথা মানা করেন তখন প্রতিবাদ করেছিলেন প্রয়াত এই অভিনেত্রী। বরাবর নিজের মূল্যবোধে অনড় থেকেছেন তিনি।