ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা সুনিল শেঠির মেয়ে আথিয়া শেঠি। জন্মদিনে একে অপরকে শুভেচ্ছা জানানো থেকে শুরু করে, ডিনার ডেট, পার্টিতে হাতে হাত রেখে বহুবার ঘুরে বেড়াতে দেখা গেছে এই তারকা জুটিকে। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে কখনও কোনো মন্তব্য করেননি তারা।
কিন্তু এবার হয়তো আথিয়ার সঙ্গে সম্পর্কে সিলমোহর লাগালেন কেএল রাহুল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কিছুদিন আগেই ক্রিকেট সিরিজে অংশ নিতে ইংল্যান্ডে উড়ে গিয়েছেন কেএল রাহুল। নিয়ম মতো যে সমস্ত ক্রিকেটাররা তাদের স্ত্রী কিংবা সঙ্গীনিকে নিয়ে গিয়েছেন, তাদের নাম বিসিসিআই-র কাছে অন্তর্ভুক্ত করতে হয়েছে। আর কেএল রাহুল নিজের সঙ্গীনি হিসেবে আথিয়ার নাম জমা দিয়েছেন।
এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি আথিয়ার সঙ্গে সম্পর্ককে সিলমোহর দিয়ে দিলেন কে এল রাহুল?
২০১৫ সালে সালমান খানের প্রযোজিত ‘হিরো’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন আথিয়া শেঠি। পরে ‘মুবারাকা’ ও ‘মোতিচুর চাকনাচুর’ ছবিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।