যখনই ছবির প্রসঙ্গে আসে বেছে বেছে সেরাটিতে অভিনয় করার চেষ্টা করেন জানভি কাপুর। যার প্রমাণ তিনি দেখিয়েছেন ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’-এ অভিনয় করে।
ছবিটিতে অভিনয়ের সুবাদে বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি সিনেমাপ্রেমীদের মনও জয় করে নিয়েছেন জানভি কাপুর।
এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে জানভি কাপুরের হাতে। যার মধ্যে আলোচনায়া রয়েছে মালায়ালাম ছবি ‘হেলেন’। এই ছবিটিরই হিন্দি সংস্করণে অভিনয় করতে যাচ্ছেন জানভি। সব ঠিক থাকলে আগস্টে শুরু হবে এর শুটিং।
সম্প্রতি ইটাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- “প্রকৃত জায়গায় ছবিটির শুটিং করা প্রয়োজন। তবে প্রথমে ইনডোর শুটিং হবে। তারই প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।”
২০১৯ সালে মুক্তি পেয়েছে মালায়ালাম থ্রিলার ‘হেলেন’। ছবিটির হিন্দি সংস্করণও পরিচালনার দায়িত্বে রয়েছেন মাথুকুট্টি জেভিয়ার।
শোনা যাচ্ছে- ‘হেলেন’-এর হিন্দি সংস্করণের নাম হবে ‘মিলি’। যদিও বা এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।