মিমির সেকেন্ড সিক্রেট, ‘আম জিন্দেগি’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-25 15:06:58

যে আম খেতে ভালোবাসে না সে নাকি ফলের মর্ম বোঝে না। বড় বড় লেখক থেকে কবিদের বিভিন্ন লেখাতেও তাই আম সুন্দরীর কথা বারবার উঠে এসেছে। কিন্তু অনেকেই আছেন ডায়েট ও শরীর চর্চার কারণে এই সুস্বাদু ফল থেকে দূরে থাকেন।


এদিকে, সাংসদ-তারকা মিমি চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে কিছু গোপন কথা ভাগ করে নিতে চাইছেন তার অনুরাগীদের সঙ্গে। আর তাই তিনি ইনস্টাগ্রামে শুরু করেছেন ‘‌মিমি’স সিক্রেট’ নামে একটি সেগমেন্ট। যেখানে টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী নিজের কিছু সিক্রেট রহস্য জানাবেন।

তারই অংশ হিসেবে এবার নিজের দ্বিতীয় সিক্রেট ফাঁস করলেন মিমি চক্রবর্তী। জানালেন ‘আম জিন্দগি’র কথা। চামচে দিয়ে স্টাইল করে নয়, আঁটিসহ আম খাওয়াই পছন্দ মিমির।

 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আম খাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। যেখানে দেখা যাচ্ছে, সাদা শাড়ি লাল পাড়, সোনার গহনা পরে সেজেগুজে আমের স্বাদ নিচ্ছেন তিনি।

ভিডিওতে মিমি বলছেন, “জানি না সবাই এতো সুন্দর করে আম খায় কী করে। আম সাধারণত খেতে হয় আঁটি নিয়ে।”

এর ক্যাপশনে মিমি লিখেছেন, “আমি এভাবেই আম খাই। আপনারা? #সিক্রেট টু।”

পিৎজা খাচ্ছেন মিমি চক্রবর্তী

এর আগে নিজের প্রথম সিক্রেট জানিয়ে মিমি বলেছিলেন, তিনি পিৎজা খেতে পছন্দ করেন ঠিকই, তবে শুধুমাত্র চিট ডে-তে। বাকি দিনগুলোতে অবধারিত ভাবে ডায়েট রুটিন মেনে চলতে হয় তাকে।

এ সম্পর্কিত আরও খবর