গত ১৫ মে অস্ট্রেলিয়ার ব্রিসবানেতে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদত্ত্বা ড. তুষাণ ভিন্দির সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ইভলিন শর্মা। এবার জানালেন একটি সুখবর।
প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। ৩৪ বছর বয়সী এই তারকা টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা চাঁদের উপরে! আমার জন্মদিনে এটি আমার জন্য সবচেয়ে ভালো উপহার। আমরা এখন সামনের প্রতিটি মুহুর্তের অপেক্ষায় রয়েছি। ”
জানা গেছে- অস্ট্রেলিয়াতেই প্রথম সন্তানের জন্ম দেবেন ইভলিন শর্মা।
জার্মান মডেল ইভলিন শর্মা অভিনয় দুনিয়ায় পা রাখের ২০০৬ সালে আমেরিকান ছবি ‘টার্ন লেফট’র মধ্য দিয়ে। এর ছয় বছর পর অর্থাৎ ২০১২ সালে ‘ফর্ম সিডনি উইথ লাভ’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অয়ন মুখার্জি পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তেও অভিনয় করেছেন তিনি।