জুহু কবরস্থানে দাফন করা হবে দিলীপ কুমারকে

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 08:51:36

মুম্বাইয়ের জুহু করবস্থানে দাফন করা হবে প্রয়াত তারকা দিলীপ কুমারকে। কিংবদন্তি এই অভিনেতার টুইটার পেজে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


ওই পোস্টে জানানো হয়েছে, “আজ বিকেল ৫টায় মুম্বাইয়ের স্যান্টাক্রুজের জুহু কবরস্থানে দাফন করা করে দিলীপ কুমারকে।”

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। এ কারণে গত কয়েক বছর বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো তাকে।

সবশেষ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ৩০ গত জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। ছিলেন আইসিইউতে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ (৭ জুলাই) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর।

দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি।

ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র। সবশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।


১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। ২০১৬ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার।

এ সম্পর্কিত আরও খবর