প্রিয়দর্শন পরিচালিত ‘হাঙ্গামা টু’ ছবির মধ্য দিয়ে ১৩ বছর পর বড় পর্দায় ফিরলেন শিল্পা শেঠি। আর এসেই নব্বই দশকে ফিরিয়ে নিয়ে গেলেন বলিউডের এই অভিনেত্রী।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবির ‘চুরাকে দিল মেরা’ গানটির কথা মনে আছে নিশ্চয়ই? যেখানে শিল্পা শেঠি ও অক্ষয় কুমারের নাচ অভিনয় দুটোই মুগ্ধ করেছিলো সকলকে। বলতে গেলে আজও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই গানটি।
চমকপ্রদ তথ্য হলো- ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবির ‘চুরাকে দিল মেরা’ গানটির ফের একবার নতুনভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন প্রিয়দর্শন। ‘হাঙ্গামা টু’ ছবিতে ব্যবহার করা হয়েছে গানটি। নাম ‘চুরাকে দিল মেরা ২.০’।
‘চুরাকে দিল মেরা ২.০’ গানে শিল্পার পাশাপাশি দেখা গেছে মিজান জাফরিকে। নতুন ভার্সনে দুজনকে মূল কোরিওগ্রাফির মতোই সিগনেচার মুভসে ঠুমকা লাগাতে দেখা গেছে।
‘হাঙ্গামা’ ছবির সিক্যুয়েল ‘হাঙ্গামা টু’। এতে শিল্পা-মিজানের পাশাপাশি আরও অভিনয় করছেন- রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়া। আগাী ২৩ জুলাই ডিজনিপ্লাস হটস্টারে মুক্তি পাবে এই কমেডি সিক্যুয়েল।