ভালোবেসে ২০০২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জী ও অর্পিতা চ্যাটার্জী। এই তারকা দম্পতির ঘরে রয়েছে একটি পুত্র সন্তান। তিনি হলেন- তৃষাণজিৎ চ্যাটার্জী।
এই তারকা দম্পতির দুই সন্তানের মধ্যে তৃষাণজিৎ পড়াশোনার জন্য দীর্ঘদিন ধরেই রয়েছেন বিদেশে। তবে ছুটি পেলে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে ভারতে আসে তৃষাণজিৎ।
তবে ছেলেকে হয়তো একটু বেশিই মনে পড়ছে প্রসেনজিতের। তাইতো শুক্রবার (২ জুলাই) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছেলের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি।
টলিউডের এই অভিনেতার শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, বাবার সঙ্গে ফুটবল খেলছেন তৃষাণজিৎ। যার ক্যাপশনে তিনি লিখেছেন, “বাঙালি ও ফুটবল।”
তৃষাণজিৎ ছাড়াও প্রেরণা চ্যাটার্জী নামে একটি কন্যা সন্তান রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জীর। ৫৮ বছর বয়সী এই অভিনেতা ও তার প্রাক্তন স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতার মেয়ে হলেন প্রেরণা।