কোভিড-১৯ সংক্রমণ রোধে বৃহস্পতিবার ১ জুলাই থেকে সারা দেশে এক সপ্তাহ কঠোর লকডাউন পালন করা হবে। তার আগেই শ্বশুর বাড়ি চলে গেলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
সর্বশেষ গত ২০ মার্চ বিকেলে কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন মিথিলা। এরপর মেয়েকে নিয়ে নিজের লেখা ভ্রমণবিষয়ক বই ‘আইরা আর মায়ের অভিযান’-এর মোড়ক উন্মোচন, নিজের প্রথম সিনেমা ‘অমানুষ’, বেশ কিছু নাটক-টেলিফিল্মের শুটিং এবং করোনা পরিস্থিতিসহ নানা কারণে আর কলকাতায় ফেরা হয়নি তার।
৩০ জুন দুপুরে মেয়ে আইরাকে নিয়ে সড়কপথে ভারতে প্রবেশ করেন এই অভিনেত্রী। ভারতীয় সীমান্তে এসে সৃজিত মুখার্জী রিসিভ করে নেন স্ত্রী মিথিলা ও আইরাকে। সেখান থেকে একটি গাড়িতে করে কলকাতায় বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। এ সময় গাড়িতে বসেই একটি সেলফি তুলে সেটি তিনি তার ফেসবুকে শেয়ার করেন। ভ্রমণের আরও কিছু ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।
২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মিথিলা।