‘ব্রোকেন ফ্রেম’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। যেখানে তার বিপরীতে দেখা যাবে রোহিত রয়কে।
গত ২৬ জুন ছিলো ঋতাভরীর জন্মদিন। তার একদিন পরই প্রকাশ করা হয়েছে ‘ব্রোকেন ফ্রেম’র পোস্টার।
চমকপ্রদ তথ্য হলো- ছবির পোস্টারটি নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন হৃতিক রোশন। ঋতাভরী-রোহিত ও পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে শুভকামনা জানিয়ে বলিউডের এই অভিনেতা।
সোশ্যাল মিডিয়া হৃতিকের করা সেই পোস্টের ছবি শেয়ার করে উচ্ছ্বসিত ঋতাভরী লিখেছেন, “ইন্ডাস্ট্রির গ্রীক গড আমাদের নতুন ছবি ‘ব্রোকেন ফ্রেম’র প্রথম লুক প্রকাশ করছেন।”
গেত ২৬ জুন ২৯তম জন্মদিনের কেক কেটেছেন ঋতাভরী চক্রবর্তী। যার বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে ঋতাভরী লিখেছেন, “জীবনের এই রোলার কোস্টারে আরও একটা দিন যোগ হল। যদি পিছনের দিকে হাঁটতে পারতাম, আমি গত সমস্ত দিনে নিজেকেই বেছে নিতাম। তবে এখনও এমন কিছু দেরি হয়ে যায়নি। প্রত্যেক বছর, জীবনের প্রতিটা পদক্ষেপে আমি নিজেকেই বেছে নেবো।”
সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ঋতাভরী লেখেন, “যা বদলাতে পারবে না তাকে যেতে দাও।”