ব্রিটেনে জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ ও সিনেমা ‘টেক্সট ফর ইউ দেয়ার’-এর কাজ শেষ করে সম্প্রতি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
যুক্তরাষ্ট্র ফিরেই নিজের রেস্টুরেন্ট ‘সোনা’তে গিয়ে জমিয়ে পেটপূজা করলেন বলিউডের এই অভিনেত্রী। কেননা সিরিজ ও ছবির কাজ নিয়ে লন্ডনে ব্যস্ত থাকার কারণে রেস্টুরেন্টটির উদ্বোধন বা এটি চালু হওয়ার পরও সেখানে থাকতে পারেননি পিসি।
প্রথমবার নিজের রেস্টুরেন্টে গিয়ে কি কি খেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া তার বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে নিয়ে আড্ডা দিচ্ছেন আর ভারতীয় খাবারের স্বাদ নিচ্ছেন তিনি।
এদিকে, প্রিয়াঙ্কার রেস্টুরেন্টে পাওয়া যায় ভারতের জনপ্রিয় খাবার গোলগাপ্পাও। তবে এই গোলগাপ্পার বিশেষত্ব হলো এটি টাকিলা দিয়ে খেতে হয়। এই খাবারটিও খেয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়াও ছিলো চিংড়ির পাকোড়া ও চাটনি সমেত দোসা।