নাম পরিবর্তন করতে হবে অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘পৃথ্বীরাজ’-এর তা না হলে এই ছবির অবস্থাও দীপিকা অভিনীত ‘পদ্মাবত’র মতো হবে সম্প্রতি এমনটাই হুমকি দিয়েছে কর্ণি সেনারা।
এবার একই কারণে চণ্ডীগড়ে পোড়ানো হলো অক্ষয় কুমারের কুশপুতুল।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- বৃহস্পতিবার (১৭ জুন) রাতে চণ্ডীগড়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা অক্ষয় কুমারের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে ছবির নাম নিয়ে।
অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার দাবি ছবির নাম হওয়া উচিত ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ বা ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’। তাদের মতে, সর্বশেষ স্বাধীন হিন্দু সম্রাট হিসেবে রাজত্ব করে গিয়েছেন পৃথ্বীরাজ চৌহান। তাই সম্রাটের ওপর সম্মান জানিয়ে ছবির নাম নির্বাচন করা উচিত।
তারা আরও দাবি জানায়, ছবি মুক্তির আগে তা দেখাতে হবে ক্ষত্রিয় ও রাজপুত সমাজের প্রধানদের। পরে তারাই ঠিক করবে ছবিটি আদৌ লোকসমাজে মুক্তি পাবে কি পাবে না!
‘পৃথ্বীরাজ’-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে মানুষী ছিল্লারকে। এই ছবির মধ্য দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন বিশ্বসুন্দরী।