মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’। তবে ওটিটি প্ল্যাটফর্ম নয়, প্রেক্ষাগৃহেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
গত ১৫ জুন ‘বেল বটম’র নির্মাতা সংস্থার পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
‘বেল বটম’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। ছবিটি মুক্তি প্রসঙ্গে উচ্ছ্বসিত বলিউডের এই অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে ফের একবার নতুন করে পথচলা শুরুর অপেক্ষায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্তের জন্য নির্মাতা ও অক্ষয়কে ধন্যবাদ। আমি আশাবাদী, এই ছবি দিয়েই হলমুখী হবেন দর্শকরা।
ছবি সম্পর্কে বলতে গিয়ে বাণী বলেন, ‘বেল বটম’ একটি অসাধারণ ছবি। যে ছবিটা দেখবে সেই বুঝতে পারবে অক্ষয় ছবির জন্য কী কী করেছেন।
কাজের দিক থেকে এই মুহূর্তে অক্ষয় কুমারের হাতে রয়েছে ‘সূর্যবংশী’, ‘রক্ষাবন্ধন’, ও ‘পৃথ্বীরাজ’ ছবির শুটিং।
অন্যদিকে, ‘চণ্ডীগড় কারে আশিকী’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাণী কাপুরকে। এছাড়াও ‘শামশেরা’তে দেখা যাবে তাকে।