বলিউড অভিনেতা চন্দ্রশেখর আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর। বর্ষীয়ান এই তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সিনে অ্যান্ড আর্টিস্টস অ্যাসোসিয়েশন।
অসংখ্য বলিউড ছবিতে অভিনয় করেছেন চন্দ্রশেখর। কিন্তু তিনি জনপ্রিয় লাভ করেছিলেন টেলিভিশন সিরিয়াল ‘রামায়ণ’-এ আরিয়া সুমান্ত চরিত্রে অভিনয় করে।
টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে চন্দ্রশেখরের ছেলে জানান, “বাবা ঘুমের মধ্যেই চিরবিদায় নিয়েছেন। তার শারীরিক কোনো সমস্যা ছিলো না। গত সপ্তাহে একদিন হাসপাতালে ছিলেন তিনি। গতকাল রাতেও সুস্থ ছিলেন তিনি। কিন্তু ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন। আজ বিকেল ৪টায় ভিলে পার্লে শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।”
চন্দ্রশেখর তার দীর্ঘ ক্যারিয়ারে আড়াইশ’রও বেশি চলচ্চিত্র এবং একাধিক টিভি শো করেছেন। তিনি জুনিয়র শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন এবং ‘অওরত তেরি ইহি কাহানী’র মতো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। নায়ক হিসেবে তার প্রথম ছবি ‘সুরঙ্গ’।
তিনি ‘কাভি’, ‘মাস্তানা’, ‘বড়দারি’, ‘কালি টোপি লাল রুমাল’, ‘রাস্তার গায়ক’ এবং ‘বসন্ত বাহারে’ ছবিতে নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলেন।
তিনি ১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সিনেমা আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (সিন্টাএ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
চন্দ্রশেখরের ছেলে অশোক শেখর একটি টেলিভিশন প্রযোজক এবং তার নাতি শক্তি অরোরা একজন অভিনেতা।