ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হওয়ার পর লকডাউন ঘোষণা করায় বন্ধ হয়ে গিয়েছিলো সব ধরনের শুটিংয়ের কাজ। ফলে যারা প্রতিদিনের চুক্তিতে কাজ করেন সেই সমস্ত কলাকুশলীরা বেশ সমস্যায় পড়েছিলেন। এ কারণে কিছুদিন আগেই ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিলো বলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে।
যশরাজ ফিল্মসের পক্ষ থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিকেল ৫টা পর্যন্ত শুটিং করার অনুমতি মিলেছে। তবে এখনই করা যাবে না আউটডোর শুটিং।
এদিকে, আজ (১৪ জুন) থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে শুটিং শুরু হয়েছে। প্রথমদিনই শুটিংয়ে অংশ নিয়েছেন অমিতাভ বচ্চন। সেটে যাওয়ার সময় গাড়িতে বসে তোলা একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেকথা নিজেই জানালেন বিগ-বি।
ছবিটির ক্যাপশনে ৭৮ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘সকাল ৭টা। কাজে যাচ্ছি। লকডাউন ২.০-র প্রথম শুটিং। মুখে প্যাঙ্গোলিন মাস্ক আর মনে নতুন উদ্যোগ নিয়ে।’
সঙ্গে একটি কোটেশনও শেয়ার করেছেন বিগ বি- ‘প্রতিদিন নানাভাবে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোয়।’