দক্ষিণের জনপ্রিয় ছবির তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছে ‘মাস্টার’। লোকেশ কানাগাড়াজ পরিচালিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই সুপারস্টার বিজয় ও বিজয় সেতুপতি। বক্স অফিসেও শত কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি।
চমকপ্রদ তথ্য হলো- দক্ষিণের একটি ছবিটির হিন্দি রিমেক তৈরি হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। আর এতেই মাস্টার চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে ভিলেন বিজয় সেতুপতির জায়গায় কাকে নেওয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এমনকি ছবিটির হিন্দি রিমেক তৈরি হওয়া নিয়েও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সবশেষ ‘রাধে’ ছবিতে দেখা গেছে সালমান খানকে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন দিশা পাতানি, জ্যাকি শ্রফ ও রণদীপ হুদা। প্রভুদেবা পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিলো ঈদুল ফিতরে।