বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত যে ঠোঁটকাটা স্বভাবের এ কথা কারও অজানা নয়। কেননা এই তারকার মনে যখন যা আসে তাইই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দেন। এ কারণে প্রায় সময়ই বিতর্কের মুখে পড়তে হয় তাকে।
এদিকে, ভারতের সেরা করদাতা হিসেবে শীর্ষেই রয়েছেন কঙ্গনা রনৌত। কিন্তু সম্প্রতি বলিউডের এই অভিনেত্রী যা জানালেন তাতে রীতিমতো চমকে গিয়েছেন তার ভক্তরা।
বুধবার (৯ জুন) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন কঙ্গনা রনৌত। যেখানে তিনি জানিয়েছেন, হাতে কাজ না থাকার কারণে গত বছর কর দিতে পারেননি তিনি। এবারই প্রথম এমনটি হলো তার সঙ্গে। তবে এজন্য সরকার যদি তাকে জরিমানা করেন তাতে তার কোনো আপত্তি নেই। বরং তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন তিনি।
কাজের দিক থেকে এই মুহূর্তে কঙ্গনার হাতে রয়েছে ‘থালাইভি’ ছবিটি। গত ২৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় পিছিয়ে যায় এর মুক্তির তারিখ।
এছাড়াও কঙ্গনার হাতে রয়েছে ‘ঢাকাড়’, ‘তেজাস’, ‘মনিকর্ণিকা: দ্য লিজেন্ড অব দিদ্দা’ ছবির কাজ।