বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা। বাগদত্ত্বা ড. তুষাণ ভিন্দির সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই তারকা।
২০১৯ সালে বাগদান সম্পন্ন হয়েছিলো ইভলিন-তুষাণের। এরপর গত ১৫ মে অষ্ট্রেলিয়ার ব্রিসবানেতে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। যেখানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
জার্মান মডেল ইভলিন শর্মা অভিনয় দুনিয়ায় পা রাখের ২০০৬ সালে আমেরিকান ছবি ‘টার্ন লেফট’র মধ্য দিয়ে। এর ছয় বছর পর অর্থাৎ ২০১২ সালে ‘ফর্ম সিডনি উইথ লাভ’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অয়ন মুখার্জি পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তেও অভিনয় করেছেন তিনি।