পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন ভারতীয় শিল্পীরা। এমনকি ভারতীয় সব টিভি চ্যানেল ও রেডিওর অনুষ্ঠানও পাকিস্তানে নিষিদ্ধ করা হয়।
এদিকে, ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার আগে সেখানে প্রচার হতো বেশকিছু পাকিস্তানি সিরিয়াল। যার মধ্যে অন্যতম ছিলো- ফাওয়াদ খান অভিনীত ‘জিন্দেগি গুলজার হ্যায়’। এতে ফাওয়াদের বিপরীতে ছিলেন সানাম সায়েদ।
কিন্তু পাকিস্তানি তারকাদের বয়কট করার সময় এই টিভি সিরিয়ালটির প্রচারণাও বন্ধ করে দেওয়া হয়।
চমকপ্রদ তথ্য হলো- আনুষ্ঠানিকভাবে ভারতীয় টেলিভিশন ফের প্রচার হতে যাচ্ছে, ফাওয়াদ খান অভিনীত সিরিয়ালটি। জানা গেছে- সিরিয়ালটি ভারতীয় ভক্তদের বিশেষ অনুরোধের কারণেই এমনটি করা হচ্ছে।
‘জিন্দেগি গুলজার হ্যায়’ সিরিয়ালটি ২০১৪ সাল থেকে পাকিস্তানের জিন্দেগি চ্যানেলে প্রচার হয়ে আসছে। এবার ভারতীয় চ্যানেল জি টিভিতে দেখা যাবে সিরিয়ালটি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে চ্যানেল কর্তৃপক্ষ।