‘মিস ইউনিভার্স-২০২০’র মুকুট জিতলেন মেক্সিকোর সুন্দরীর আন্দ্রেয়া মেজা।
১৬ মে ফ্লোরিডার গিটার হোটেলে বসেছিলো ‘মিস ইউনিভার্স’-এর ৬৯তম আসর। সেখানেই বিশ্বের ৭৩ জন সেরা সুন্দরীদের হারিয়ে মিস ইউনিভার্সের খেতাব জয় করেছেন আন্দ্রেয়া।
আন্দ্রেয়া মেজা এর আগে দক্ষিণ আফ্রিকা মিস ইউনিভার্স জোজোবিনি তুনজি ছিলেন।
মডেলিং-এর পাশাপাশি আন্দ্রেয়া একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। ২০১৭ সালে অটোনোমাস ইউনিভার্সিটি অব চিহুয়াহুয়া থেকে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশান করেন তিনি।
আন্দ্রেয়া মেজা লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গ সহিংসতা সম্পর্কে বেশ সোচ্চার।