আরও এক অভিভাবক হারালো বাংলা চলচ্চিত্র: শাকিব

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 06:25:39

ঢালিউড ইন্ডাস্ট্রির ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী কবরীর চলে যাওয়ার এক যেতে না যেতে আরও একটি নক্ষত্রের পতন ঘটলো।

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা ওয়াসিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জানা গেছে- তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।

জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কারণ পরপর দু’জন তারকাকে হারানো সত্যিই কষ্টের।

শোক প্রকাশ করে শাকিব খান লিখেছেন, “আবারও চলচ্চিত্রাঙ্গনে শোকের মাতম। একের পর নক্ষত্রের পতনে শূন্য হয়ে যাচ্ছে এ মাধ্যমটি (চলচ্চিত্র ইন্ডাস্ট্রি)। কবরী আপা চলে যাওয়ার বিষাদের মধ্যে সোনালি দিনের জনপ্রিয় নায়ক ওয়াসিম আঙ্কেল মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ফোক ফ্যান্টাসি ধারার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ওয়াসিম আঙ্কেল ৭০-৮ দশকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ওইসব চলচ্চিত্রে অভিনয় করে নায়ক হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন তিনি। তাই আজও সোনালি অতীতের চলচ্চিত্র ও তৎকালীন স্টারদের প্রসঙ্গ এলে প্রথম সারির নায়কদের কাতারে আসে ওয়াসিম আঙ্কেলের নাম। তিনি ছিলেন সুঠাম, সুদর্শন ও পরিপূর্ণ এক নায়ক। বেশ কিছুদিন আগে জেনেছিলাম ওয়াসিম আঙ্কেল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অবশেষে চলে গেলেন। তার চলে যাওয়ায় আরও এক অভিভাবক হারালো বাংলা চলচ্চিত্র। ওয়াসিম আঙ্কেলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এ সম্পর্কিত আরও খবর