করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে নিজের সাধ্য অনুযায়ী যখন যেভাবে যতোটুকু সম্ভব করে যাচ্ছেন সোনু সুদ।
করোনার ভয়াবহ পরিস্থিতিতে নিজে বাস ও বিমানের ব্যবস্থা করে বাড়িতে পাঠিয়েছেন অসংখ্য অভিবাসী শ্রমিককে, অনাহারের মুখে তুলে দিয়েছেন খাবার, ব্যবস্থা করেছেন গরীব শিক্ষার্থীর পড়াশোনার।
করোনা মহামারির এই ভয়ানক সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সোনু বিক্রি করেছেন নিজের সম্পত্তি। কিন্তু তাতেও কোনো আফসোস নেই বলিউডের এই অভিনেতার। যতোদিন সামর্থ থাকবে ততোদিন মানুষের সাহায্যে নিজের হাতটি বাড়িযে দেবেন তিনি।
অসহায় মানুষের প্রতি সোনু সুদের এমন ভালোবাসা তাকে করে তুলেছে ‘গরিবের মাসিহা’। কিন্তু খাবার খবর হলো- গরিবের এই মাসিহা এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন সোনু। তিনি লিখেছেন, “আমার করোনা টেস্ট পজিটিভ এসেছে। আমি কোয়ারেন্টাইনে আছি বর্তমানে এবং যতোটা সম্ভব নিজের খেয়াল রাখছি। আপনার চিন্তা করবেন না। ভালোই হলো আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য একটু সময় পেলাম। মনে রাখবেন আমি সবসময় আপনাদের সঙ্গে আছি।”