হৃদরোগের আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তামিল অভিনেতা বিবেক। শনিবার (১৭ এপ্রিল) ভোর ৪টা ৩৫ মিনিটে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর।
গত ১৫ এপ্রিল সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাখা হয়েছিলো আইসিইউ-তে। একইদিন সকাল ১১টার দিকে জ্ঞান হারান তিনি। এরপরই তার করোনারি অ্যাঞ্জিওগ্রাম ও অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়।
গত ১৫ এপ্রিল করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বিবেক।
তাই তার মৃত্যুর সঙ্গে টিকা নেওয়ার বিষয়টি জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে হাসপাতাল থেকে জানানো হয়েছে, বিবেকের অ্যাকিউট করোনারি সিনড্রোম এবং কার্ডিওজেনিক শক ছিলো। হার্টের ভেসেলে ১০০ শতাংশ ব্লক পাওয়া গেছে।এর সঙ্গে করোনার টিকার কোনও যোগ নেই।
১৯৮৭ সালে পরিচালক কে বালাচন্দ্রর হাত ধরে সিনেমা জগতে পা রেখেছিলেন বিবেক। একজন অভিনেতার পাশাপাশি দক্ষ কমেডিয়ান হিসেবেও দর্শকের ভালোবাসা পেয়েছিলেন তিনি।