বাদ জোহর বনানী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরীকে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত এই তারকার ছেলে শাকের চিশতী।
এর আগে এখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া তাকে গার্ড অব অনার প্রদানের কথা রয়েছে।
দুপুর ১২টায় গুলশানের বাসায় নেওয়া হবে কবরীকে। সেখানে আধা ঘণ্টা রাখার পর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা রওনা হবে বনানীর দিকে।