তারকা দম্পতি কাজল ও অজয় দেবগণের একমাত্র মেয়ে নাইসা। এই তারকা কন্যা কবে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো নাইসার একটি পারফরমেন্সের ভিডিও।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মা কাজলের অভিনীত ‘বোলে চুড়িয়া’, ‘সাজদা’, ‘তেরে ন্যায়না’সহ বলিউডের আরও বেশ কয়েকটি গানের তালে কোমর দুলিয়েছেন নাইসা। যেখানে তার সঙ্গে আরও কোমর দোলাতে দেখা গেছে তার স্কুলের বন্ধুদের।
পড়াশোনার জন্য বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন নাইসা।