কোনো পরিচালক বা প্রযোজক যদি সালমান খানকে দিয়ে তাদের ছবিতে অভিনয় করাতে চান তাহলে তার জন্য তাদের প্রস্তুত রাখতে হবে কোটি কোটি টাকা। কেননা বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে একজন হলেন সালমান।
সেই সালমান খানই এবার একটি ছবিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেবেন না বলে সাফ জানিয়েছেন। আর সেটি হলো- যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’।
‘পাঠান’-এ মূল চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এই ছবিটিতেই সালমান হাজির হবেন ক্যামিও চরিত্রে। আর সালমান-শাহরুখের বন্ধুত্ব নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। সেই বন্ধুত্বের খাতিরেই বিনা পারিশ্রমিকে ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন সাল্লু।
‘পাঠান’-এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ খান। এতে তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যদিও বা এসব বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।