মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে বুধবার (২৪ মার্চ) সকালে সালমান খানকে দেখে অনেকটাই চমকে গিয়েছিলেন তার ভক্তরা। হঠাৎ বলিউডের এই সুপারস্টারে কী হলো যে, হাসপাতালে আসতে হলো তাকে? এমনটাই প্রশ্ন ছিলো ভাইজানের ভক্তদের মুখে।
পরে জানা গেলো, ৫৫ বছর বয়সী এই তারকা করোনা ভ্যাকসিন নিতে হাসপাতালে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সালমান খান।
এদিকে, সালমান খানের একদিন আগে করোনা ভ্যাকসিন নিয়েছেন বলিউডের আরেক সুপারস্টার সঞ্জয় দত্ত।
সঞ্জয় ও সালমান খান ছাড়াও এখনও পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।