ভারতের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌত। সেই সঙ্গে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা তিনি। এই মুহূর্তে বলিউডের এই অভিনেত্রীর হাতে রয়েছে ‘থালাইভি’, ‘তেজাস’ ও ‘ধাড়াক’ তিনিটি ছবির কাজ।
এদিকে, আজ (২৩ মার্চ) ৩৪ বছরে পা দিয়েছেন কঙ্গনা রনৌত। বলিউডের এই তারকার জীবনের বিশেষ এই দিনটিতে প্রকাশ করা হয়েছে তার আসন্ন ছবি ‘থালাইভি’র ট্রেলার।
পাশাপাশি কঙ্গনার জন্মদিনে তার নতুন ছবি ‘তেজাস’-এর ফার্স্ট লুক প্রকাশ করে তাকে শুভকামনা জানিয়েছে আরএসভিপি মুভিস।
আরএসভিপি মুভিস-এর শেয়ার করা ছবিটিতে কঙ্গনা দেখা যাচ্ছে নীল রঙের এয়ার ফোর্সের ইউনিফর্মে।
গত মাসে মুম্বাইয়ে শুরু হয়েছিলো ‘তেজাস’-এর শুটিং। এরপর রাজস্থান ও দিল্লিতে হয়েছে এর শুটিং।
‘তেজাস’ পরিচালনা করেছেন সারভেশ মেওয়ারা এবং এটি প্রযোজনা করছেন রনি স্ক্রিউওয়ালা। তবে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি।