প্রকাশ পেলো কঙ্গনার ‘থালাইভি’র ট্রেলার

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-15 15:50:27

দৃঢ়চেতা। বৈপ্লবিক নেত্রী। শক্ত মনের মানুষ। তুখড় রাজনীতিবিদ। কঠিন প্রতিপক্ষ। এরকমই নানা বিশেষণ জয়ললিতার ক্ষেত্রে ব্যবহার করতেন অনুরাগীরা। অভিনেত্রী থেকে রাজনীতি- দুই ক্ষেত্রেই খ্যাতির শীর্ষে উঠেও একাকীত্ব যেনো ছিলো প্রয়াত জয়ললিতার চিরসঙ্গী।

কঙ্গনা রনৌত ও অরবিন্দ স্বামী

জয়ললিতার অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার সফর মোটেও সহজ ছিলো না। কিন্তু সমস্ত বাধা-বিপত্তি-অপমানকে হারিয়ে তামিলনাড়ুর ‘আম্মা’ হয়ে উঠেছিলেন জয়ললিতা। ছ’বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।

জয়ললিতার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন কঙ্গনা রনৌত। সোমবার (২২ মার্চ) চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউডের এই অভিনেত্রী। সেই সুখবর দেওয়ার একদিন পরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনী নিয়ে নির্মিত ‘থালাইভি’ ছবির ট্রেলার প্রকাশ করেছেন তিনি।

রাজনীতির বিন্দুমাত্র জ্ঞান না থাকা কাছের মানুষটিকে নেত্রী হতে শিখিয়েছিলেন এম. জি. রামচন্দ্রন। সেই চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী। এম করুণানিধির ভূমিকায় রয়েছেন প্রকাশ রাজ।

 

দক্ষিণী অভিনেতা শোভনবাবুর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত । শোনা গিয়েছিলো, জয়ললিতার সঙ্গে নাকি শোভনবাবুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো।

জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলার চরিত্রে অভিনয় করেছেন পূর্ণা। জানকী রামচন্দ্রনের ভূমিকায় রয়েছেন মধু। ভাগ্যশ্রী অভিনয় করেছেন জয়ললিতার মায়ের চরিত্রে।

এ. এল বিজয় পরিচালিত ‘থালাইভি’র চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী’, ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’র চিত্রনাট্যকার কে. ভি. বিজয়েন্দ্র প্রসাদ।

আগামী ২৩ এপ্রিল হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘থালাইভি’।

এ সম্পর্কিত আরও খবর