ঘোষণা করা হলো ৬৭তম জাতীয় পুরস্কার বিজয়ীদের তালিকা। সেরা হিন্দি ছবির জন্য পুরস্কার পেলো সুশান্ত সিং রাজপুতের ‘ছিচ্চোরে’।
পাশাপাশি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত কঙ্গনা রনৌত। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-তে অভিনয় করে এই শিরোপা অর্জন করলেন বলিউডের এই অভিনেত্রী। এ নিয়ে চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলতে যাচ্ছেন কঙ্গনা।
‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন মনোজ বাজপেয়ী এবং তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন পেয়েছেন ধানুশ।
সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কার পেলো ‘গুমনামী’। সৃজিত মুখার্জী পরিচালতি ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেলেন সৃজিত নিজেই। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হলেন কৌশিক গাঙ্গুলী। সেরা সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)।