করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
রোববার (২১ মার্চ) বিকেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে- করোনা থেকে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই আইসিইউতে নেওয়া হয়েছে তাকে।
গত ৬ মার্চ থেকে প্রচণ্ড জ্বর হয় এই নির্মাতার। এ কারণে স্ত্রীসহ ৮ মার্চ সকালে করোনা পরীক্ষা করেন তিনি। সেদিনই সন্ধ্যায় ফল পান তারা। এতে দুজনেরই ফল পজিটিভ আসে। তবে অবস্থার অবনতি হওয়ায় ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি হিরো আলমের ছবি ‘টোকাই’-এর শুটিং করেছেন কাজী হায়াৎ। এছাড়াও গত কয়েক দিন বিএফডিসিতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
গত ২ মার্চ করোনা ভ্যাকসিন নিয়েছিলেন স্বনামধন্য এই চলচ্চিত্র পরিচালক-প্রযোজক-অভিনেতা ও তার স্ত্রী।
এদিকে বাবা-মা করোনা আক্রান্ত শুনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে এসেছেন কাজী মারুফ। তিনিই এখন হাসপাতালে যান এবং সার্বক্ষণিক তাদের দেখভাল করেন।