ইন্টেরিয়র ডিজাউনার হিসেবে অনেক আগেই খ্যাতি অর্জন করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এবার ফ্যাশন ম্যাগাজিনে কভার ফটোশুটে অংশ নিয়ে নিজের ফ্যাশন সেন্স এবং পছন্দের পোশাক সম্পর্কে ধারণা প্রকাশ করলেন গৌরি।
ভারতের জনপ্রিয় ম্যাগাজিন পিককের মার্চ মাসের প্রচ্ছদকন্যা হয়েছেন শাহরুখপত্নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পিকক ম্যাগাজিনের সেই কাভারের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন গৌরী খান। যেখানে বাঘ ছাপার ছোট পোশাকে বেশ আবেদনময়ী লেগেছে তাকে।
পিকক ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে গৌরী খান জানান, ‘আমি দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি নিয়ে পাশ করি। কঠোর আর্মি পটভূমি পরিবারে জন্মগ্রহণ করেছি আমি। পড়াশোনা শেষ করার পরে, আমি ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং-এর ছয় মাসের একটি কোর্স করি। কারণ ছোটবেলা থেকেই শিল্প আমাকে মুগ্ধ করেছে।’