সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সারা আলি খান। যেখানে কখনও নুড, আবার কখনও কালো, কখনও বা গোলাপি রঙের লেহেঙ্গা চোলিতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে।
সম্প্রতি ‘নূরানিয়াত’ নামে একটি ফ্যাশন ফিল্ম তৈরি করেছেন ভারতের জনপ্রিয় ডিজাইনার মনীষ মালহোত্রা। সেই ভিডিওতে যে কয়টি পোশাকে সারাকে দেখা গেছে তার প্রতিটিই ডিজাইন করেছেন মনীষ।
ফ্যাশন ফিল্মটিতে মনীষের সবগুলো পোশাকই দারুণ। তবে কালো রঙের লেহেঙ্গা চোলিতে বেশ আবেদনময়ী লেগেছে সারা আলি খানকে। এই পোশাকটির প্রশংসাও করেছে সকলে।
সারা আলি খান এখন ব্যস্ত রয়েছেন ‘আতরাঙ্গি রে’ ছবির কাজ নিয়ে। এতে তার পাশাপাশি দেখা যাবে অক্ষয় কুমার ও ধানুশকে।