এক এক করে করোনা ভ্যাকসিন গ্রহণ করছেন তারকা। অনুপম খের, নীনা গুপ্ত, সাইফ আলি খান, হেমা মালিনী, রাকেশ রোশন, সতীশ শাহ, কমল হাসানসহ এখনও পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার নাগার্জুনা, ওপার বাংলার অভিনেতা জিৎ এবং বলিউডের বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্র।
তিন ইন্ডাস্ট্রির এই তিন তারকা সম্প্রতি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। সেই সঙ্গে করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তারা।
করোনা ভ্যাকসিন গ্রহণের মুহূর্ত ক্যামেরায় ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন নাগার্জুনা ও জিৎ।