৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত নমিনেশন তালিকা ঘোষণা করবেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজাদার ভিডিও পোস্ট করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি।
লন্ডনের বাড়িতে শুট করা ভিডিওতে প্রিয়াঙ্কা ভক্তদের উদ্দেশে বলেন, 'আমি বলছি যে আমরা অস্কার নমিনেশন ঘোষণা করছি।'
স্ত্রীর এমন অদ্ভূত ঘোষণায় বিরক্ত হয়ে পিছন থেকে নিক বলে উঠেন, তুমি ইতিমধ্যেই সবাইকে বলে দিয়েছো যে আমরা অস্কার নমিনেশন ঘোষণা করছি?
এরপর একসঙ্গে উচ্ছ্বসিত নিক-প্রিয়াঙ্কা বলেন, তারা অস্কার নমিনেশন ঘোষণা করছে এবং অনুরাগীরা যেনো তাদের লাইভ অনুষ্ঠান দেখতে না ভোলে।
যদিও এই ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘অ্যাকাডেমি, আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমি কী কোনওভাবে অস্কার নমিনেশন একা ঘোষণা করতে পারবো? না মজা করছি, আমি তোমায় ভালোবাসি নিক জোনাস! আমরা সত্যি খুব এক্সাইটেড সোমবার (১৫ মার্চ) অস্কার নমিনেশন ঘোষণা করতে!’
সাধারণত ফেব্রুয়ারির শুরুতেই বসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এই পুরস্কারের আসর। তবে করোনা মহামারির কারণে পিছিয়ে যায় সেটি। এ বছর ২৬ এপ্রিল বসবে অস্কারের আসর।