ফের বলিউডে করোনাভাইরাসের থাবা। ‘ডেসপ্যাচ’ ছবির শুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী।
জানা গেছে- ছবিটির পরিচালক কানু বেহেলও করোনায় আক্রান্ত হয়েছেন।
মনোজ বাজপেয়ীর ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবির পরিচালক করোনা আক্রান্ত হওয়ার পরই মনোজের আক্রান্ত হওয়ার খবর আসে। তাই আপাতত কয়েক মাসের জন্য ‘ডেসপ্যাচ’-এর শুটিং স্থগিত করা হয়েছে।
ওই সূত্র আরও বলেন, সব রকম সাবধানতা অবলম্বন করে বাড়িতে রয়েছেন মনোজ।
অপরাধ জগতের সাংবাদিকতাকে কেন্দ্র করে আবর্তিত মনোজের ছবি ‘ডেসপ্যাচ’ একটি তদন্তমূলক থ্রিলার গল্প।
দিনকয়েক আগেই নিজের আরও একটি নতুন ছবি ‘সাইলেন্স ক্যান ইউ হিয়ার ইট’-এর টিজার শেয়ার করেছিলেন মনোজ।
শিগগিরই অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে মনোজ অভিনীত ওয়েব সিরিজ 'ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন।