সাইফ আলি খান, হেমা মালিনী, রাকেশ রোশন, সতীশ শাহ, কমল হাসানসহ এখনও পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান তারকা অনুপম খের ও নিনা গুপ্ত। সম্প্রতি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় করা ভিডিও শেয়ার করেছেন দু’জনে।
তবে নীনা গুপ্তর ভিডিও রীতিমতো ভাইরাল। কেননা ভ্যাকসিন গ্রহণের সময় তার মুখের যে ভঙ্গি ছিলো এবং তিনি যেভাবে ‘মাম্মি’ বলে চিৎকার করেছেন সেটি দেখে সকলেই হেসে কুটিকুটি।