বিশ্বসুন্দরী-অভিনেত্রী-গায়িকা-লেখক-প্রযোজক-ব্যবসায়ী-ইউনিসেফের শুভেচ্ছাদূতের মতো এমন আরও অনেক পালক দিয়ে সাজানো রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার মাথার মুকুট। এবার বলিউডের এই অভিনেত্রীর সেই সুসজ্জিত মুকুটে যুক্ত হলো আরও একটি পালক।
৩৮ বছর বয়সী এই অভিনেত্রী ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের সাম্প্রতিক সংস্করণ “২৭ ওয়ার্ল্ড বিগেস্ট স্টার’স”-এ স্থান পেয়েছেন। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দ্য হোয়াইট টাইগার’-এ অভিনয়ের জন্য ভোগের এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। কেননা ছবিটিতে শুধু অভিনয় নয়, এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবেও কাজ করেছেন তিনি।
“২৭ ওয়ার্ল্ড বিগেস্ট স্টার’স”কে নিয়ে সাজানো এই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি আরও রয়েছেন- ভিওলা ডেভিস, রিজ আহমেদ, কেট উন্সলেট, আনিয়া টেলর-জয়, টম হল্যান্ডের মতো তারকারা।
এদিকে, মঙ্গলবার (০৯ মার্চ) প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ‘দ্য হোয়াইট টাইগার’ বাফটায় দুটি মনোনয়ন পেয়েছে। যার মধ্যে একটি হলো সেরা অভিনেতা (আর্দশ গৌরব) ও বেস্ট অ্যাডাপটেড স্ক্রিনপ্লে (রাম বাহরানি) বিভাগে।