‘আপনাদের শুভেচ্ছা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ। রণবীর কোভিড-১৯ পজিটিভ। ওর চিকিৎসা চলছে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। এই মুহূর্তে বাড়িতেই আইসোলেশনে রয়েছে। সব ধরনের সাবধানতা মেনে চলছে।’
মঙ্গলবার (০৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছেলে রণবীর কাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এমনটাই জানিয়েছেন নীতু কাপুর।
ইতিমধ্যে বলিউডের এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করেছেন তার অনুরাগীরা।
মাস খানেক আগে ‘যুগ যুগ জিও’-র শুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হন রণবীরের মা নীতু কাপুর। আপাতত সম্পূ্র্ণ সুস্থ আছেন তিনি।
এই মুহূর্তে বেশ কয়েকটি প্রোজেক্টের কাজে ব্যস্ত রণবীর। প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রক্ষ্মাস্ত্র’-তে কাজ করেছেন তিনি। এছাড়াও লাভ রঞ্জনের পরিচালনায় শ্রদ্ধা কাপুরের বিপরীতে ছবির শুটিংয়ে ব্যস্ত রণবীর।