সোশ্যাল মিডিয়ায় ১০০ মিলিয়নের (১০ কোটি) মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
বুধবার (০৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিরাট।
চমকপ্রদ তথ্য হলো- বিরাট কোহলি হচ্ছেন ভারতের প্রথম তারকা যার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়ন। তার আগে এ তালিকায় নাম লিখিয়েছেন ফুটবল তারকা রোনালদো, মেসি, নেইমার ও মার্কিন অভিনেতা ডোয়াইন জনসন (রক), সংগীতশিল্পী বিয়ন্সে ও আরিয়ানা গ্রান্ডে।
১০০ মিলিয়ন ফলোয়ার হওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে বিরাট কোহলি লিখেছেন, “আপনারা (ভক্ত) আমার এই জার্নিকে সুন্দর করে দিয়েছেন। আপনাদের এতো ভালোবাসা পাওয়া আমার জন্য আশীর্বাদ। সকলকে ধন্যবাদ।”