শুরু হলো বলিউড অভিনেতা সুনিল শেঠির ছেলে আহান শেঠির বলিউড যাত্রা। সাজিদ নাদিয়াড়ওয়ালা প্রযোজিত ‘তাড়াপ’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন আহান।
মঙ্গলবার (০২ মার্চ) প্রকাশ পেলো ‘তাড়াপ’-এর পোস্টার। যেখানে দেখা যাচ্ছে, মোটরসাইকেলের উপর শুয়ে সিগারেট খাচ্ছেন আহান।
শুধু সাজিদ নয়, আহানের ডেবিউ ছবির পোস্টার নিজেদে অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন অক্ষয় কুমার ও অজয় দেবগণ।
‘তাড়াপ’-এর পোস্টার শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, ‘চলে এলো অ্যাংরি ইয়াং ম্যান। তোমাকে রূপালি পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছি।”
আগামী ২৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আহান মেঠি অভিনীত ‘তাড়াপ’। এতে তার বিপরীতে দেখা যাবে তারা সুতারিয়াকে।