উপরের ছবিটি হচ্ছে কারিনা কাপুর খানের প্রথম সেলফি! এখন হয়তো ভাবছেন সোশ্যাল মিডিয়ায় তো বলিউডের এই অভিনেত্রী প্রায় সময়ই নিজের সেলফি শেয়ার করে থাকেন, তাহলে এটি কী করে তার প্রথম সেলফি হয়?
উপরের ছবিটিকে কারিনা কাপুর খানের প্রথম সেলফি বলার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। গত ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কারিনা।
বর্তমানে বাড়িতে থেকেই নতুন অতিথির সঙ্গে সময় কাটাচ্ছেন বেবো (কারিনার ডাকনাম)। এরইমধ্যে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেলফি শেয়ার করলেন তিনি। আর দ্বিতীয় সন্তানের জন্মের পর এটি হচ্ছে ৪০ বছর বয়সী এই তারকার প্রথম সেলফি।
কারিনা তার শেয়ার করা সেলফির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো... সকলকে মিস করছি।’