ভ্যালেন্টাইন’স ডে সেলিব্রেট করতে স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে নিয়ে রাতে মোটরসাইকেলে করে লং ড্রাইভে বেরিয়েছিলেন বিবেক ওবেরয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন বলিউডের এই অভিনেতা। আর তাতেই ঘটলো বিপত্তি।
বাইক চালানোর সময় বিবেক ও তার স্ত্রী প্রিয়াঙ্কা আলভার মাথায় হেলমেট ছিলো না, পাশাপাশি তাদের মুখে ছিলো না মাস্কও।
বিবেক ওবেরয়ের এমন কাণ্ডে জুহু পুলিশ থানায় মামলা দায়ের করা হয়েছে ৪৪ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে।
ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে বিবেকের বিরুদ্ধে। এছাড়াও মহারাষ্ট্রের করোনা প্রতিবিধান আইন ও মোটর ভিহিক্যাল আইনের আওতাতেও অভিযোগ আনা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে ৫০০ টাকা ফাইন করা হয়েছে।
তবে বিবেক নিজের ভুল বুঝতে পেরে ইতিমধ্যেই প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রশাসনের কাছে। টুইট বার্তায় ফিল্মি কায়দায় তিনি লেখেন, ‘প্যায়ার হামে কিস মোর পে লে আয়া…। বেরিয়ে ছিলাম বাইক নিয়ে আমি আর আমার জান, বিনা হেলমেটের জেরে পুলিশ কাটল চালান! হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন? তাহলে মুম্বাই পুলিশ আপনাকে চেকমেট দিয়ে দেবে! ধন্যবাদ মুম্বাই পুলিশ আমাকে নিজের ভুল বুঝতে সাহায্য করায়, সুরক্ষা সবসময় সবচেয়ে বেশি জরুরি। সুরক্ষিত থাকুন, মাস্ক আর হেলমেট পরুন।’