মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন কারিনা কাপুর খান। যে কোনও মুহূর্তেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন বলিউডের এই অভিনেত্রী।
সন্তান জন্মের ঠিক আগে ইনস্টাগ্রামে অনুরাগীদের উদ্দেশ্যে একটি বার্তা দিলেন বেবো (কারিনার ডাকনাম)।
শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা একটি দীর্ঘ বার্তা শেয়ার করেন, যা @freddy_birdy (ফ্রেডি বার্ডি) নামের এক ইনস্টাগ্রাম ইউজার পোস্ট করেছিলেন।
বিজ্ঞাপনী সেক্টরের কর্মী ফ্রেডি লেখেন, এই পৃথিবীতে অনেকেই আছেন যারা আপনাকে চেনে না, জানে না কিন্তু তারা আপনাকে সহজেই ধরে ফেলে। এই নিয়ে বিস্তারিত বলতে গিয়ে, তিনি কারিনা কাপুর খান ও তার ফ্যানদের উদাহরণ দেন।
ফ্রেডি আরও লিখেছেন, “সম্পর্ক তৈরিতে সবচেয়ে জরুরি বিষয় হল কারও তোমাকে বুঝতে পারা, সেটা বাড়ি হোক কিংবা অফিস অথবা জীবন। এটা দুমুখী রাস্তা। আমরা চাই সকলে আমাদের বুঝুক। কিন্তু খুব কম মানুষই সেটা পারে। আমরা অনেক সময়ই সেই সব মানুষকে ভালোবাসি যাদের আমরা বাস্তবে জানি না। যেমন অভিনেতা-অভিনেত্রীরা। যেমন ধরুণ কারিনা কাপুর খান আমরা জানি না, কিন্তু আমরা তাকে বুঝে যাই। হয়ত খুব কম মানুষ তোমাকে কাছে পায়, তবে তোমাকে বোঝে অনেক মানুষ।”