মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে কারিনা কাপুর খানকে। ফলে এখন যে কোনো সময় পৃথিবীর আলো দেখবে বলিউডের এই অভিনেত্রীর দ্বিতীয় সন্তান।
কারিনা কাপুর খান তার ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার আগে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুর, বোন কারিশমা কাপুর ও সৎ ছেলে ইব্রাহিম খান।
এখানেই শেষ নয়, নতুন অতিথির জন্য আজ (১৯ ফেব্রুয়ারি) খেলনা কিনে বাড়ি নিয়ে যেতে দেখা গেছে সাইফ আলি খানকে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা রীতিমতো ভাইরাল।
তবে চমকপ্রদ তথ্য হলো- কিছু কিছু ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, কারিনা কাপুর খান নাকি ইতিমধ্যে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন। আর এবারও নাকি তিনি পুত্র সন্তানের মা হয়েছেন!
সূত্র: বলিউড মান্ত্রা